সোনাতলায় জাতীয় সমবায় দিবস পালিত
সংবাদ আজকাল ঃ সোনাতলায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিভিন্ন কর্মসূচি পালন করেছে উপজেলা সমবায় অফিস। কর্মর্সূচির মধ্যে ছিল সমবায় পতাকা উত্তোলন,সমবায় র্যালী আলোচনাসভা।ইউসিসিএ’র সভাপতি ইব্রাহিম হোসেন দুলুর সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সালাহউদ্দীন সরদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোছাঃ হাওয়া বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পরিদর্শক মাহবুবুর রহমান ও অফিস সহকারী বেনজু মিয়া।