সোনাতলায় জাহাঙ্গীর আলম গুডমনিং কেজি স্কুলের উদ্যোগে চক্ষু শিবির অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  05:44 PM, 24 October 2015

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ সোনাতলায় জেলা চক্ষুসেবা প্রকল্পের আওতায় বগুড়া মিশন হাসপাতালের বাস্তবায়নে, সাইট সেভারর্স,ন্যাশনাল আই কেয়ার ও ব্রাক এর সহযোগিতায় জাহাঙ্গীর আলম গুডমনিং কেজি স্কুলের উদ্যোগে ১দিনের চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টা থেকে শুরু হওয়া বিনামূল্যে ও স্বল্পমূল্যে এ চক্ষু ক্যাম্পে বিভিন্ন এলাকার শতশত নারী-পুরুষ চক্ষুরোগীরা ভির জমায়।এতে সকল রোগীর চক্ষু পরিক্ষা ,প্রাথমিক চিকিৎসা ও চোখে ছানি পরা শিশুদের চোখে ছানিপরাসহ অত্যাধুনিক কৃত্রিম লেন্স সংযোজনের মাধ্যমে চক্ষু চিকিৎসক দ্বারা অপারেশন রোগিদের কালো চশমা ও ৩ ফাইল ঔষুধ বিনামূল্যে দেওয়ার ব্যাবস্থা করা হয়। চিকিৎসা ও রোগি বাছাইকরন করেন বগুড়া মিশন হাসপাতালের চিকিৎসক ডাঃ হুমায়ন কবির,দিলীপ ম্যারান্ডী,নজরুর ইসলাম আতিক এসময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম গুডমনিং কেজি স্কুলের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম নান্নু আকন্দ,শিক্ষক আনিছুর রহমান প্রমূখ।

আপনার মতামত লিখুন :