সোনাতলায় জাহাঙ্গীর আলম গুডমনিং কেজি স্কুলের উদ্যোগে চক্ষু শিবির অনুষ্ঠিত
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ সোনাতলায় জেলা চক্ষুসেবা প্রকল্পের আওতায় বগুড়া মিশন হাসপাতালের বাস্তবায়নে, সাইট সেভারর্স,ন্যাশনাল আই কেয়ার ও ব্রাক এর সহযোগিতায় জাহাঙ্গীর আলম গুডমনিং কেজি স্কুলের উদ্যোগে ১দিনের চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টা থেকে শুরু হওয়া বিনামূল্যে ও স্বল্পমূল্যে এ চক্ষু ক্যাম্পে বিভিন্ন এলাকার শতশত নারী-পুরুষ চক্ষুরোগীরা ভির জমায়।এতে সকল রোগীর চক্ষু পরিক্ষা ,প্রাথমিক চিকিৎসা ও চোখে ছানি পরা শিশুদের চোখে ছানিপরাসহ অত্যাধুনিক কৃত্রিম লেন্স সংযোজনের মাধ্যমে চক্ষু চিকিৎসক দ্বারা অপারেশন রোগিদের কালো চশমা ও ৩ ফাইল ঔষুধ বিনামূল্যে দেওয়ার ব্যাবস্থা করা হয়। চিকিৎসা ও রোগি বাছাইকরন করেন বগুড়া মিশন হাসপাতালের চিকিৎসক ডাঃ হুমায়ন কবির,দিলীপ ম্যারান্ডী,নজরুর ইসলাম আতিক এসময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম গুডমনিং কেজি স্কুলের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম নান্নু আকন্দ,শিক্ষক আনিছুর রহমান প্রমূখ।