সোনাতলায় জাহাঙ্গীর আলম গুড ম্যনিং কেজি স্কুলে বিনামূল্য চক্ষূ চিকিৎসার আয়োজন
সংবাদ আজকালঃ বগুড়া মিশন হাসপাতালের সহযোগিতায় আগামী ১৪ জানুয়ারী সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সোনাতলা জাহাঙ্গীর আলম গুড ম্যনিং কেজি স্কুল ও নাইট কেয়ার সেন্টারে চক্ষু চিকিৎসার আয়োজন করা হয়েছে। এতে যাদের চোখে ছানি ,চশমা ছাড়া দেখতে পায় না , কৃতিম লেন্স স্থাপন সহ সকল প্রকার চক্ষু সেবা প্রদান করা হবে । উদ্বোধন করবেন বগুড়া জেলা জাতীয় শ্রমীকলীগের সহ-সভাপতি ও সোনাতলা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম নান্নু।