সোনাতলায় ট্রেনে কেটে এক ব্যাক্তি’র মৃত্যু

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:20 AM, 26 October 2015

সংবাদ আজকালঃ সোববার সকালে সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিহাট গামী পদ্বরাগ নামক ট্রেনে কাটা পরে এক বৃদ্ধ নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শি সূত্রে জানাযায়, ট্রেনটি সোনাতলা রেল ষ্টেশন পৌছার জন্য দুই নম্বর রেল লাইনে উঠে আসছিল এসময় ওই বৃদ্ধা রেল লাইন দিয়ে হাটছিল,মৃত্য ব্যাক্তির পরিচয় মেলেনি। এ রির্পোট লেখা অবদি ওই বৃদ্ধার লাশ সোনাতলা হাসপাতালে রয়েছে।

আপনার মতামত লিখুন :