সোনাতলায় তারেক রহমান প্রদত্ত কম্বল বিতরণ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ সোমবার বিকেলে সোনাতলা পৌর এলাকার আমলীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ-অসহায় শীতার্ত মানুষের মাঝে তারেক রহমান প্রদত্ত কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা কমিটির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুর রহমান চন্দন, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা,কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য ডা. মোনারুল কাদির বিটু, ডা. আহসান হাবীব, জিয়াউর রহমান ফাউন্ডেশনের বগুড়া জেলা কমিটির কো-অর্ডিনেটর ডা. শাহ মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় নেতা গোলাম রসুল,শাহাদৎজামান তারা, এসএম পারভেজ জ্যাক, মেহেদুল ইসলাম মেহেদী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যক্ষ আহসান কবির, পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু,বিএনপি নেতা এমদাদুল হক টুকু, মোস্তাক আহম্মেদ তরুণ, জহুরুল ইসলাম মন্ডল শেফা, সেলিম রেজা বাবলা,মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের জেলা সভাপতি আব্দুল আজিজ হিরা, স্বেচ্ছাসেবকদল নেতা শাহজাহান আকন্দ, আলী হাসান নারুন,মুন্নুা,শফিকুল,,যুবদল নেতা আনিছুর রহমান,হারুনুর রশিদ, ছাত্রদল নেতা হুমায়ন কবীর, মাহমুদুর রহমান রনি, উজ্জ্ল হোসেন খোকন ও পাভেল প্রমূখ।