সোনাতলায় দি গ্লোবাল কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ রোববার সকালে সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে দি গোবাল কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের তত্বাবধানে বৃত্তি পরীক্ষায় উপজেলার ২১ টি প্রতিষ্ঠানের ৯০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির, পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, সোনাতলা উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার বেলাল হোসেন, সহকারী শিক্ষা অফিসার মামুনুর রশীদ, শামীম হোসেন, সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, পৌরসভার প্যানেল মেয়র তাহেরুল ইসলাম, কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্র সচিব আব্দুল হান্নান, পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল হক মুকুল, নুরুল ইসলাম আনিছুর ও আখতারুজ্জামান সোহেল।