সোনাতলায় দুগ্ধ উৎপাদন বাজারজাত করন বিষয়ক সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলা(বগুড়া) প্রতিনিধিঃ সোনাতলা উপজেলা সদর ইউনিয়নের নামাজ খালী গ্রামে কেয়ার বাংলাদেশ স্ট্রেনদেনিং দি ডেইরী ভ্যালুচেইন প্রকল্পের আওতায় দুগ্ধ সংগ্রহ কেন্দ্রের ব্যাবস্থাপক,কৃষি পন্যোর দোকান মালিকগন ও প্রকল্পের খামারীদের অংশগ্রহনে দুগ্ধ উৎপাদন বাজারজাত করন ও কৃষি পন্যেও সহজলভ্যতা বিষয়ক সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ওই কর্মশালায় প্রায় ১০০ জন খামারী,এল এইচ ডাবিøউ ঔষধ কোম্পানীর কর্মকর্তা ও ডিএফটি ম্যানেজাররের উপস্থিতিতে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।খামারী গনের মধ্যে সমঝোতা স্বাক্ষর করেন লাকী,আঙ্গুর,শিমু,এল এইচ ডাবিøউ উজ্জল,খাদ্য ব্যাবসায়ী আন্জুয়ারা,এবং পয়েন্টম্যানেজার তফিজার রহমান প্রমূখ। কর্মশালায় কেয়ার বাংলাদেশের ফিল্ড ফ্যাসিলেটেটর নিতাই রায়,ও তড়িৎ কুমার শুভেচ্ছা বক্তব্য রাখেন।