সোনাতলায় নাতির হাতে নানি খুন ! নাতি আটক

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া সোনাতলার চকন্দন (মাঝিপাড়া) গ্রামের
কেচি দিয়ে উপর্যুপরি আঘাত করে দিদিমা (নানি) জোসনা রানী (৬৫) কে
হত্যা করলো অসুস্থ্য নাতি শ্রী সুখদেব সরকার (২৩)। গত বৃহস্পতিবার রাতে নানীর
ঘরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সুখদেব সরকার গাবতলী উপজেলার নিজ
কাঁকড়াগারী গ্রামে মৃত সুভাষ চন্দ্র সরকারের ছেলে। বাবা-মা মৃত্যুরপর সে
সোনাতলা উপজেলার চকন্দন (মাঝিপাড়া) গ্রামের নানা মৃত উপেন্দ্র নাথ সরকারের
বাড়ীতে নানী জোসনার দেখভালে লালিত-পালিত হয়। এলাকাবাসী জানায়, সুখদেব
বাবা-মা হারিয়ে মানসিক ভাবে সুস্থ্য ছিল। মাঝে মধ্যেই জোসনা তাকে
ছিকল দিয়ে বেঁধে রাখত। ঘটনা রাতে খাওয়া-দাওয়া শেষে নানী ও নাতি ঘুমিয়ে
পড়ে। সকালে দরজার সামনে জোসনার মরদেহ দেখে এলাকাবাসী পুলিশকে অবগত
করে। পুলিশ ঘটনা স্থলে গিয়ে জোসনার মরাদেহের সুরাতহাল তৈরী শেষে মর্গে
প্রেরণ করে এবং নাতি সুখদেবকে আটক করে।