সোনাতলায় নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আস্থা প্রকল্প গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে যুব সমাবেশ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:23 PM, 23 September 2019

সংবাদ আজকালঃ বগুড়া সোনাতলায় নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ও প্রতিকারে উপজেলা পরিষদ হলরুমে আস্থা প্রকল্প, গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার শফিকুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন।

গণ উন্নয়ন কেন্দ্রের প্রকল্প সমন্বয়কারী মোখলেছুর রহমান পিন্টু , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসি রুম্পা, সোনাতলা সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম বুলু, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজার রহমান, তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান শামছুল হক মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুবিত কুমার পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা গোলাম রাব্বানী , জোড়গাছা ইউপি চেয়ারম্যান রুস্তম আলী মন্ডল,বালুয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক রুহুল আমিন প্রমূখ।

আপনার মতামত লিখুন :