সোনাতলায় নুসরাত ও তানিয়া হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:48 PM, 26 May 2019

সংবাদ আজকাল ডেক্সঃ বগুড়া সোনাতলায় সকাল
১০টায় উপজেলা রোড সোনালী ব্যাংক মোড়ে
আস্থা প্রকল্প, গন উন্নয়ন কেন্দ্র সোনাতলা
শাখার উদ্যোগে নুসরাত জাহান রাফি ও
শাহিনুর আক্তার তানিয়া ধর্ষন অতপর হত্যা
কারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানব বন্ধন
করা হয়েছে। মানব বন্ধনে হত্যাকারীদের
দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন,
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান
জান্নাতুল ফেরদৌসি রুম্পা, গণ উন্নয়ন
কেন্দ্র আস্থা প্রকল্পের কো-অর্ডিনেটর
মোকলেছুর রহমান পিন্টু, কেস ম্যানেজার
জান্নাতুন নাহার, সাজেদা খাতুন তৃষ্ণা,
উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী কোহেলী
চক্রবর্তী, গণ উন্নয়ন সদস্য তানিয়া,
মৌসুমী, শিউলি, রত্মা, আলোর প্রদ্বিপ
সামাজিক সংগঠনের চেয়ারম্যান মেহেরুল
ইসলাম, সদস্য সাজেদুর আবেদীন শান্তসহ
বিভিন্ন পর্যায়ের নারী পুরুষ মানববন্ধনে
অংশগ্রহন করেন।

আপনার মতামত লিখুন :