সোনাতলায় পূর্ব শক্রতার জের ধরে বসত বাড়িতে তালা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:33 AM, 16 August 2016

সোনাতলা (বগুড়া) প্রতিনধিঃ বগুড়ার সোনাতলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ও পাওনা টাকা আত্মসাতের উদ্দ্যেশ্যে উপজেলার উত্তর আটকড়িয়া গ্রামে সোহরাব আলীর বসত বাড়িতে তালা লাগিয়েছে ঐ গ্রামের মোশারফ মোলার পরিবার। থানায় অভিযোগ সুত্রে জানা যায়, উত্তর আটকড়িয়া গ্রামের মৃত ধলু মোলার ছেলে সোহরাব আলীর কবলাকৃত ৭ শতাংশ জমির উপর পাকা বিল্ডিং বাড়ি নির্মাণ করে দির্ঘদিন যাবৎ ভোগদখল করে আসছে। গত ১০/০৮/২০১৬ তারিখ বুধবার আনুমানিক দুপুর ১ টার দিকে একই গ্রামের মৃত আব্দুল আজিজ মোলার ছেলে মোশারফ মোলা ও তার পরিবারের লোকজন সোহরাব আলীর দালান বাড়ির ফটকে আক্রোশ মূলকভাবে তালা ঝুলিয়ে দেয় এবং বাড়ির পাশে চলাচলের রাস্তায় বাঁশ দিয়ে ঘিরে দেয়। সেই সাথে রাস্তার মাঁটি কেটে গভীর গর্ত করে। সরেজমিনে গিয়ে এলাকাবাসী সুত্রে জানা যায়, সোহরাব আলীর ভাই পেস্তা মিয়ার নিকট থেকে গত ০৫/০১/২০১২ইং তারিখে মোশারফ মোলা ও তার ছেলে নাঈম মোলা ১৫ শতাংশ বিক্রয় বাবদ ৩ লক্ষ ১৫ হাজার টাকা বায়না দলিলের মাধ্যমে গ্রহন করে। তার পর থেকেই দলিল করে দিতে তাল বাহানা করতে থাকে। উক্ত জমি দলিল করে দেওয়ার জন্য চাপ দিলে অকথ্য ভাষায় গালি-গালাজ ও হুমকী প্রদান করতে থাকে। এব্যাপারে বালুয়া ইউনিয়ন পরিষদে বিচার প্রার্থী হলে, ইউনিয়ন পরিষদ থেকে বারবার নোটিশ দিলে তারা নোটিশ অমান্য করে। মোশারফ হোসেনের পরিবারের সদস্য মোছাঃ শুভ বেগম কে বাড়িতে তালা লাগানোর বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ঐ বাড়ির বারান্দার মধ্যে কিছু জায়গা তাদেরেও রয়েছে। এব্যাপারে পেস্তা থানায় ভিন্ন একটি অভিযোগ দায়ের করে। সোনাতলা থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, অভিযোগ হাতে পেয়েছি, অতিদ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মতামত লিখুন :