সোনাতলায় পৌর কর্মকর্তা কর্মচারীর মানব বন্ধন কর্মসূচি পালিত
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ পৌর কর্মকর্তা কর্মচারীদেও বেতন ভাতা, পেনশন সুবিধাসহ সকল সরকারী সুবিধা সরকারী কোষাগার থেকে প্রদানের দাবিতে সোমবার সকালে সোনাতলা পৌর ভবনের সামনে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী এ্যাসোসিয়েশন সোনাতলা উপজেলা শাখা। মানব বন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহি অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন পৌর কর্মকর্তা কর্মচারী এ্যাসোসিয়েশন সোনাতলা শাখার সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন রাজু, সহকারী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, সহ-সভাপতি বেলাল হোসেন, টিকাদান সুপারভাইসার আবু কাবেল, ইলেক্ট্রিশিয়ান নজরুল ইসলাম মিটন, শফিকুল ইসলাম মিলন, আহসান হাবীব, গাজী জসিম উদ্দীন, আবু জাফর জুয়েল ও তাজমিরুল ইসলাম প্রমূখ।