সোনাতলায় পৌর যুবলীগের আহবায়ক কমিটি গঠন
সংবাদ আজকালঃ শুক্রবার সন্ধ্যায় সোনাতলা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা যুবলীগের কর্মীসভার মধ্য দিয়ে পৌর যুবলীগের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটোর সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং বগুড়া জেলা পরিষদ সদস্য অ্যাড. মিনহাদুজ্জামান লীটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো, সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড। শেষে নাহিদ হাসান জিতুকে আহবায়ক ও গোলাম মোক্তাদির, রাবিন খান ,দেলোয়ারকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।