সোনাতলায় প্রতিপক্ষের হামলায় আহত রমজান আলী পঙ্গু হওয়ার পথে

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:05 PM, 01 March 2016

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সোনাতলা ্উপজেলার রানীরপাড়া গ্রামের ফয়জুদ্দিন আকন্দের পুত্র দিনমজুর রমজান আলী (৪৫) এখন পঙ্গু হওয়ার পথে। গুরুতর আহত রমজান আলী জানান, ৬মাস আগে বাড়ীর সীমানা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ একই গ্রামের বাদশা তাকে বাঁশ দিয়ে বেদম মারপিট করে। এতে তার বাম হাত গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। দীর্ঘ ৬ মাস টাকা অভাবে রমজানের আধুনিক চিকিৎসার পরিবর্তে হাতুরে ডাক্তারী চিকিৎসা চলে। বর্তমানে তাঁর হাতে ইনফেকশন দেখা দিয়েছে। যে কোন সময় হাতটি অকেজো হয়ে পরতে পারে। আহত রমজান জানান, চিকিৎসা করার মতো প্রয়োজনীয় অর্থ না থাকায় কবিরাজী চিকিৎসা নিতে বাধ্য হয়েছি। বর্তমানে কোন কাজকর্ম করতে না পেরে দুই সন্তান ও স্ত্রী নিয়ে কষ্টে জীবন যাপন করছি। তিনি এ ঘটনার জন্য দায়ী বাদশার বিচারের দাবী জানান।

আপনার মতামত লিখুন :