সোনাতলায় প্রতিবন্ধী এক কিশোরীকে যৌন হয়রানির চেষ্টা ॥ থানায় অভিযোগ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:20 PM, 03 June 2019

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া সোনাতলায় এক প্রতিবন্ধী
কিশোরীকে যৌন হায়রানী চেষ্টা করা হয়েছে। ওই সংক্রান্ত অভিযোগ
তুলে প্রতিবন্ধীর পরিবার থেকে থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ ওই
অভিযোগের আলোকে ঘটনায় জড়িত শহিদুলকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে
যাচ্ছে। গত শনিবার রাত অনুমান ৯টায় উপজেলার বাঁশহাটা গ্রামের এ
ঘটনা ঘটে।

আপনার মতামত লিখুন :