সোনাতলায় প্রেমিক কর্তৃক প্রেমিকাকে ধষর্ন ঃ থানায় মামলা গ্রেফতার ২

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:49 PM, 04 August 2017

আব্দুর রাজ্জাক স্টাফ রিপোটারঃ বগুড়া সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের বালিয়া ডাঙ্গা গ্রামের ওসমান গনি মিয়ার ছেলে তায়েব ( ২২) প্রায় ১ বছর আগে থেকে মহব্বততের পাড়া গ্রামের শাহ আলম এর স্কুল পড়–য়া মেয়ে আব্দুল মান্নান উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিভিন্ন সময় তায়েব তার প্রেমিকাকে বিয়ের কথা বলে শাররিক সম্পর্ক করার চেষ্টা করে ,এরই এক পর্যাযে গত মঙ্গলবার দুপুরে শাহ আলমের মেয়ে নিজ বাড়িতে একা ঘুমিয়ে ছিল , এই সুযোগে তায়েব তার প্রেমিকার সয়ন ঘরে ঢুকে প্রেমিকাকে চাকুর ভয় দেখিয়ে ধর্ষন করে। এসময় প্রেমিকার চিৎকার দিলে তায়েব পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় ভাবে মিমাংসার চেস্টা চলে । এতে তালবাহানা হওয়ায় গত বৃহস্পতিবার মেয়ের বাবা শাহ আলম বাদি হয়ে সোনাতলা থানায় একটি অভিযোগ দেয়। অভিযোগের ফলে সোনাতলা থানা পুলিশ মিমাংসার কথা বলে রাতেই তায়েবসহতার লোকজেনদের কৌশলে ডেকে নেয়। এর পর মিমাংসা না হওয়ায় ০৩-০৮-২০১৭ ই্ং তারিখ বৃহস্পতিবার রাতেই ৫ জন কে আসামী করে একটি ধর্ষন মামলা দায়ের করে শাহ আলম। এর প্রেক্ষিতে সোনাতলা থানা পুলিশ বৃহস্পতিবার রাতে তায়েব ও তার চাচা হাসান কে আটক করে । পরে তাদের বগুড়া জেল হাজতে প্রেরন করে। এ রির্পোট লেখা অবদি ওই কিশোরী সোনাতলা থানা পুলিশের হেফাজতে রয়েছে। সোনাতলা থানার মামলা নং ৩ ।

আপনার মতামত লিখুন :