সোনাতলায় ফুটবল খেলায় সৃষ্ট বিবাদে কলেজ ছাত্র ছুরিকাহত
সোনাতলা): বগুড়ার সোনাতলা উপজেলায় দূর্বৃত্তদের ছুরিকাঘাতে সবুজ হোসেন (১৭) নামের সরকারী নাজির আকতার কলেজের একাদশ শ্রেনীর ছাত্র আহত হয়েছে। সে সোনাতলা পৌর এলাকার আগুনিয়াতাইড় গ্রামের তসলিম উদ্দিন বাটের ছেলে ।
শুক্রবার আনুমানিক রাত ৮টার সময় পৌর এলাকার মাদ্রাসা মোড়ে অবস্থান কালে দূর্বৃত্তরা ওই কলেজ ছাত্রকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে।
স্থানীয়সুত্রে জানাযায়,সম্প্রতি বঙ্গবন্ধুগোল্ড কাপ ফুটবল টুনামেন্ট খেলার সময় দু’পক্ষের মধ্যে সৃষ্ট বিবাদের জের ধরে কলেজ ছাত্রকে ছুরিকাঘাত করতে পারে।