সোনাতলায় বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:13 PM, 31 July 2017

আব্দুর রাজ্জাক স্টাফ রিপোটারঃ সোমবার বিকেলে সোনাতলা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সোনাতলা স্টেডিয়াম মাঠে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার জিল্লুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মির্জা শাকিলা দিল হাছিন,এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শাহিদুল বারী খান রব্বানী, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মালেক,সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, ইব্রাহিম হোসেন দুলু, সহকারী শিক্ষা অফিসার , শামীম হোসেন,বেলাল হোসেন,মামুনুর রশিদ মামুন প্রমূখ। খেলায় (বঙ্গমাতা ) ফুটবল একাদশে অংশগ্রহন করে কামার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ১- ০ গোলে মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় একাদশ এবং (বঙ্গবন্ধু) ফুটবল একাদশে অংশগ্রহন করে মুশারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও গোপাইবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় খেলায় ৩-০ গোলে গোপাইবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় একাদশ জয়ী হয় । শেষে চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের মাঝে ট্রফি ও পুস্টিকর খাবার বিতরন করা হয়।

আপনার মতামত লিখুন :