সোনাতলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ
গতকাল সোমবার (১ আগষ্ট) সোনাতলা সদর ইউনিয়নের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণের চাল বিতরণ করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ,বন্যাকবলিত মানুষের পাশে দলমত নিঃবিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বেলাল,বর্তমান চেয়ারম্যান মাহবুবুল আলম বুলু, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা রুবেল হোসেন,ছাত্রদল নেতা উজ্জল হোসেন খোকনসহ অনেকে। এ ইউনিয়নের ২শ’টি পরিবারের মাঝে মোট ৪ মেট্টিক টন চাল বিতরণ করা হয়।