সোনাতলায় বিএনপি মনোনিত মেয়র প্রার্থীর পক্ষে উপজেলা চেয়ারম্যান জাকিরের গণসংযোগ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:43 PM, 28 July 2016

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ সোনাতলা পৌর নির্বাচনে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী প্রভাষক আবু তাহের মোঃ গোলাম রকিবের পক্ষে বৃহস্পতিবার বিকেলে গণসংযোগ করেছে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পৌর সদরের ঘোড়াপীর এলাকা থেকে এ নির্বাচনী গণসংযোগ শুরু হয়ে পৌর সদরের বিভিন্ন এলাকা ঘুরে শেষ হয়। গণসংযোগকালে বিএনপি মনোনিত প্রার্থীর পক্ষে ভোট ও দোয়া চান বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির। এ সময় উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী আবু তাহের মোঃ গোলাম রকিব, পৌর বিএনপির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, বিএনপি নেতা নজরুল ইসলাম, যুবদল নেতা শহিদুল ইসলাম, ছাত্রদল নেতা উজ্জল হোসেন খোকন, সাজ্জাদুর রহমান চাঁদ, পাভেল আহম্মেদ, মোনারুল ইসলাম, মানু প্রমূখ।

আপনার মতামত লিখুন :