সোনাতলায় বিয়ে পাগল এক যুবকের ৬ হাজার টাকা জরিমানা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:52 PM, 25 May 2019

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া সোনাতলার রশিদপুর গ্রামে বিয়ে পাগল গোলাম
রব্বানিকে গতকাল শনিবার পুলিশ কর্তৃক আটক অতঃপর ভ্রাম্যমান আদালত হাজির করা
হলে উপজেলা নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার শফিকুর আলমের
ভ্রাম্যমান আদালত স্বাক্ষী প্রমানের ভিত্তিতে ৬ হাজার টাকা জরিমানা অনাদয়ে ১ মাসের
সশ্রম করাদন্ড ঘোষনা করেন। গোলাম রব্বানির পরিবার ওই টাকা গুলো জমা দিয়ে মুক্ত হয়।

আপনার মতামত লিখুন :