সোনাতলায় বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৬ তম জন্মবার্ষিকী পালিত
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ সোমবার সকালে সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ( ডিগ্রী) কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৬ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ওইদিন দুপুরে কলেজ প্রাঙ্গনে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রফেসর রফিকুল আলম বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ এ্যাড. মিনহাদুজ্জামান লীটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক ওয়াসীম রুমানা, প্রভাষক রুহুল আমিন, প্রভাষক আব্দুল মোত্তালিব, প্রভাষক আবু বক্কর সিদ্দিক,প্রভাষক রেজাউল করিম রেজা,প্রভাষক নুরে আলম লিখন, প্রভাষক সালেহ আহম্মেদ সবুজ,প্রভাষক শ্যামলী রানী, প্রভাষক মামুন আরা আকতার জাহান,প্রভাষক হোসনেআরা, অফিস সহকারী আব্দুল কাফী প্রমূখ।