সোনাতলায় ভটভটি উল্টে ৬ জেএসসি পরীক্ষার্থী আহত
সংবাদ আজকাল ঃ বৃহস্পতিবার দুপুরে সোনাতলার বোচারপুকুরে ভটভটি উল্টে ৬ জেএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। জেএসসি পরীক্ষা শেষে বাড়ী ফেরার পথে সোনাতলাগামী একটি অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। আহতরা সকলেই মহিচরণ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। আহতরা হলো- নুরুন্নাহার (১২), খাতুনে জান্নাত (১৩), রুপালি (১১), আফরুজা (১১), মনিকা (১২) ও সান্তনা (১২)। আহতরা সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।