সোনাতলায় মটরসাইকেল যোগে ফেন্সিডিল আনার সময় দুইজন আটক

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:24 PM, 18 December 2016

সোনাতলা(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের হারিয়াকান্দি এলাকা থেকে মটরসাইকেল সহ দুই ফেন্সিডিলসেবীকে গ্রেফতার করেছে সোনাতলা থানা পুলিশ। জানাযায়,রবিবার সন্ধায় গোপন সংবাদের ভিক্তিতে সোনাতলা থানার এস আই আমিনুল ইসলাম ও এস আই মিনার ওই দুইজন কে ফেন্সিডিলসহ তাদের নাম্বার বিহীন এ্যাপাচি টি ভি এস ১৫০ সিসি একটি মটরসাইকেল আটক করে থানায় নিয়ে আসে। আটক কৃতরা হলেন, বালুয়া ইউনিয়নের উত্তর আটকরিয়া গ্রামের মৃত নান্নু সরকারের ছেলে আব্দুর রাজ্জাক (২৪) ও একই গ্রামের খোকা মোল্লার ছেলে নাজির হোসেন নাঈম (২৫)। এব্যাপারে এস আই আমিনুল জানায় তাদের কাছ থেকে ১ টি ফেন্সিডিল বোতল পাওয়া গিয়েছে।

আপনার মতামত লিখুন :