সোনাতলায় মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য লিফলেট বিতরণ
আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোটারঃ- বুধবার দুপুরে সোনাতলা রেলওয়ে ষ্টেশনে সোনাতলা জনসচেতনামূলক সংগঠন পরিবেশ উন্নয়ন পরিবারের উদ্দ্যেগে রেলওয়ে ষ্টেশন থেকে সোনাতলার বিভিন্ন জায়গায় প্রচারণা মূলক মাদক বিরোধী জনমত গড়ে তুলতে লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে মাদকের প্রতিকারের উপায়, মাদকাসক্তকে চেনার উপায়, মাদকাসক্তির কারণ, মাদকের কুফল, মাদকের ধরণ বিষয়ে বিভিন্ন উপপাদ্য নিয়ে সচেতনতামূলক এ লিফলেট বিতরণ করেন, পরিবশে উন্নয়ন পরিবারের সভাপতি ইমরান এইচ মন্ডল, সাধারণ সম্পাদক জামিল, সদস্য জুয়েল, জুলফিকার, হুমায়ন রনি প্রমূখ।