সোনাতলায় মাদক সেবীর ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:13 PM, 19 April 2016

 

সোমবার রাতে লিটন মিয়া (৩০) নামে এক মাদক সেবীকে পুলিশ আটক করে পরে সোনাতলা উপজেলা নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার হাবিবুর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকসেবী লিটনকে ৬ মাসের কারাদন্ডাদেশ দেন। লিটন পৌরএলাকার চমরগাছা গ্রামের জামাল উদ্দিনের ছেলে ।

আপনার মতামত লিখুন :