সোনাতলায় মাদ্রাসার ভিতরে ঢুকে ছাত্রকে মারপিট ঃ থানায় মামলা দায়ের

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:10 PM, 07 November 2015

সংবাদ আজকাল ঃ বগুড়া সোনাতলা উপজেলার মহিষাবাড়ী হাফিজিয়া মাদরাসার এক ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন।মামলা সূত্রে ও সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানাযায়,শুক্রবার সকালে মাদরাসা মাঠে ওই এলাকার মাহফুজার রহমানের ছেলে রফিকুল ইসলাম (১২) এর সহিত ওই মাদরাসার ছাত্র শহিদুল ফুটবল খেলার সময় জুতা নিক্ষেপ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে কিল ঘুসির ঘটনা ঘটে। এঘটনার জের ধরে বিকালে রফিকুলের বাবা মাহফুজার রহমান ,তার স্ত্রী মমতাজ বেগম সহ তিন চারজন হাতে লাঠি সোডা নিয়ে অতরর্কিত ভাবে মাদরাসার ভিতর ঢুকে শহিদুল কে এলাপাতারী মারপিট শুরু করে এতে শরিফুল চিৎকার দিলে তার চিৎকার শুনে মাদরাসার ক্যাশিয়ার আরিফ হোসেন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকেও এলোপাতারী মারপিট করতে থাকে ঘটনার বেগতিক দেখে ওই মাদরাসার শিক্ষক শামিম হোসেন মাইকে এলাকার লোকজনদের তাদের উদ্ধারের জন্য আহববান জানায়, মাইকে তার আহবান শুনে এলাকার লোকজন ছুটে এলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। এসময় গুরুতর আহত ছাত্র শহিদুল (১২)কে উদ্ধার করে সেনাাতলা হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে সোনাতলা থানায় মাদরাসার ক্যাশিয়ার আরিফ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। এব্যাপারে ওই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন :