সোনাতলায় মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল ও নগদ অর্থ বিতরন
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকালে সোনাতলায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন বুলু, আব্দুল আজিজ মন্ডল,মতিয়ার রহমান, খাজা নাজিমুদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে চিকিৎসা,ঘরবাড়ী মেরামত,কন্যার বিবাহ সহায়তা হিসেবে ৬৩ জন মুক্তিযোদ্ধাকে ৫ হাজার করে টাকা ২০০ মুক্তিযোদ্ধাকে ১ টি করে কম্বল বিতরন করা হয়।