সোনাতলায় যাত্রীবাহী বাস উল্টে আহত ৬

সংবাদ আজকালঃ মঙ্গলবার সকাল ১০.২০ মিনিটে সোনাতলা বাসষ্ঠ্যান্ড থেকে ছেড়ে যাওয়া গ্র্যান্ড চয়েস বগুড়া-ব ৪৮১২ নং যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খানপাড়া ডারকিচুরি ব্রিজের সামনে অন্য একটি বাসকে সাইট দিতে গিয়ে রাস্তার পার্শে পড়ে উল্টে যায়। এতে ওই বাসে থাকা শিশুসহ ৬ যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে সোনাতলা হাসপাতালে ভর্তি করে দেয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের কে দ্রত বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পরামর্শদেন। এদিকে বাস উল্টিয়ে যাওয়ার কথা শুণে ওই এলাকায় হাজার হাজার সাধারন লোকজন ভিরজমায়।