সোনাতলায় যুবলীগ নেতার বাড়ীতে দুর্ধর্ষ চুরি

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:16 PM, 29 November 2015

সংবাদ আজকাল ঃ সোনাতলার যুবলীগ নেতা জিয়াউর রহমান টিটুর গ্রামের বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে সোনাতলা পৌর এলাকার বিশুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। সরেজমিনে গিয়ে জানা যায় ওইদিন দিবাগত রাতে টিটুর বাড়ীতে কেউ না থাকার সুযোগে সংঘবদ্ধ চোর চক্র দরজার হ্যাসবল কেটে ঘরে প্রবেশ করে সোনার গহনা,সার্টিফিকেট, দলিল দস্তাবেজ, রাইস কুকার, প্রেসার কুকার,ডিনার সেট,কম্বল, জায়নামাজসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনার পরদিন রোববার সকালে সোনাতলা থানার এসআই রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে যুবলীগ নেতা জিয়াউর রহমান টিটু জানান,বগুড়ায় চিকিৎসাধীন আমার অসুস্থ চাচা সারোয়ার হোসেনকে দেখতে চাচী, বাবা-মা, স্ত্রী ও আমিসহ আমার পরিবারের সকলের বগুড়ায় অবস্থানের সুযোগে চোরেরা এ চুরির ঘটনা ঘটিয়েছে। এতে আমার ও আমার চাচার প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছিল।

আপনার মতামত লিখুন :