সোনাতলায় যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার কে প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা প্রদান

জাহিনুর ইসলাম.. গতকাল সোমবার বগুড়া সোনাতলা উপজেলার সদ্য যোগদান কৃত উপজেলা নির্বাহী অফিসার শফিকুর আলম কে সোনাতলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ ,সোনাতলা ক্রিকেট বোর্ড,সোনাতলা থিয়েটার,দূর্জয়সাহিত্য গোষ্টি,আলর প্রদীপ,ভোর হল,এর প্রতিনিধি ও সদস্য বৃন্দ উপজেলা নির্বাহী অফিসারকে ফুলের শুভেচ্ছা জানান,এসময় উপস্থিত থেকে শুভেচ্ছা জানান,সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ১নং ওয়ার্ড কাউন্সিলর, নিপুন আনোয়ার কাজল,সাধারন সম্পাদক ইকবাল কবির লেমন,যুগ্ম সাধারন সম্পাদক জাহিনুর ইসলাম,প্রেসক্লাবের সদস্য লতিফুল ইসলাম,শামীম আকতার রতন,রিমন আহম্মেদ বিকাশ,মাহমুদুর রশিদ সোহেল,আবু হেলাল,আব্দুর রাজ্জাক,সাংবাদিক লিখন, সেনাাতলা পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তাহেরুল ইসলাম উজ্জল,আলোর প্রদীপ সংগঠনের চেয়ারম্যান মেহেরুল ইসলাম,দূর্জয় সাহিত্য গোষ্টির সাধারন সম্পাদক,শিমন আহম্মেদ বাদল,নিত্য প্রশিক্ষক শাহিন,ক্রিকেট বোর্ডের সদস্য রাসেল,সুজন,রাজীব,শাকিল,আব্দুল্লাহ প্রমূখ।