সোনাতলায় রানার অটো মোবাইলস্ ও কৃষি প্রগতির টেস্ট ড্রাইভ সার্ভিসিং এবং প্রদর্শনী
সোনাতলা ( বগুড়া) প্রতিনিধিঃ বুধবার থেকে সোনাতলায় মাইক্রোবাস স্ট্যান্ড সংলগ্ন মাঠে ২ দিন ব্যাপী রানার অটো মোবাইলস্ ও কৃষি প্রগতির যৌথ উদ্যোগে প্রদর্শনী, টেস্ট ড্রাইভ ও সার্ভিসিং শুরু হয়েছে। প্রদর্শনীতে রানার অটো মোবাইলসের বিভিন্ন ব্রান্ডের মোটর সাইকেল -অটো রিক্সা প্রদর্শন, টেস্ট রাইড ও সার্ভিসিং প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রানার অটো আেবাইলস্ সিনিয়র এক্সিকিউটিভ ( সেলস্ এ্যান্ড মার্কেটিং) মহিউদ্দিন, কৃষি প্রগতি বগুড়া শাখার ম্যানেজার জিয়া দস্তগীর ও কৃষি প্রগতি সোনাতলা শাখার ম্যানেজার আরিফুল ইসলাম সবুজ।