সোনাতলায় শান্তিপুর্ণ ভাবে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ !! ভোটার উপস্থিতি তুলনা মুলক কম

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:04 PM, 18 March 2019

সংবাদ আজকাল ডেক্সঃ দ্বিতীয় ধাপে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন বগুড়া সোনাতলা উপজেলায় শান্তিপুর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এ উপজেলায় মোট ৫৩টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়, চলে বিকাল ৪টা পর্যন্ত। সকাল বেলা অধিকাংশ ভোট কেন্দ্র গুলোতে দেখা যায় ভোটার উপস্থিতি প্রায় শূণ্য। বেলা বাড়ার সাথে সাথে দু-একজন করে ভোটারা ভোট কেন্দ্রের দিকে আসতে শুরু করে। ভোট প্রদান নিশ্চিত সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে মাঠে পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার সদস্য সহ ম্যাজিষ্ট্রেট নিযোজিত ছিলেন। ভোট চলাকালীন সময় উপজেলার তেকানী চুকাই নগর ইউনিয়নের এএম উচ্চ বিদ্যালয়ের এক প্রার্থীর এজেন্ট আরিফ হোসেন কাছে এনড্রয়েট মোবাইল ফোন রাখার দায়ে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান নির্দেশে বিজিবি কর্তৃক আটক করা হয় বলে কেন্দ্র প্রিজাইডিং অফিসার আব্দুল কাদের জানান এবং মধুপুর ইউনিয়নের শালিখা বিদ্যালয়ে ভোট কক্ষে অনিয়মের দ্বায়ে প্রার্থীর এজেন্ট সহ ৮জন দায়িত¦ থেকে অব্যহতি প্রদান করা হয় বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর আলম । এ সময় পুলিশ কর্তৃক ১জনকে লাঠি পেটানোর অভিযোগ পাওয়া যায়। এ দিকে বেলা ৩টায় উপজেলার গুড়াভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র প্রিজাইডিং অফিসার শফিউর রহমান জানান, এখন পর্যন্ত তার কেন্দ্রে ভোট পরেছে ২৫-৩০ শতাংশ। ভোটার উপস্থিতি একেবারেই কম। এবারের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থীত নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করেন সুপ্রিম কোট আইনজীবী এ্যাড. মিনহাদুজ্জামান লীটন এবং সতন্ত্র প্রার্থী মটরসাইকেল প্রতিক নিয়ে পাকুল্লা গ্রামের জিয়াউল হক লিপন। ভাইস চেয়ারম্যান পদে (তালা প্রতিক) নিয়ে আওয়ামীলীগ নেতা মেজবাউল হক জুলু এবং (টিউবওয়েল প্রতিক) নিয়ে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জাকির ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে (ফুটবল প্রতিক) নিয়ে আওয়ামীলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌসি রুম্পা, (সেলাই মেশিন প্রতিক) নিয়ে বিএনপি নেত্রী রঞ্জনা খান এবং (হাঁস প্রতিক) নিয়ে খালেদা আকতার নয়নতারা নির্বাচন করছেন।
প্রার্থীরা সংবাদ আজকাল কে জানান, নির্বাচনী ফলাফল যাই হোক মেনে নেয়া হবে। কারন সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আপনার মতামত লিখুন :