সোনাতলায় শান্তিপূর্ণভাবে দূর্গাউৎসব পালিত
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় হিন্দুধর্মলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। প্রতিবারের ন্যায় সোনাতলা উপজেলায় ৩৯টি পুজা মন্ডবে দূর্গাপূজা অনুষ্ঠিত হয়। গত ৭ই অক্টোবর দূর্গাপূজার আনুষ্ঠানিক যাত্রা শুরুর মাধ্যমে গতকাল পূজা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়। সোনাতলায় পূজা উৎযাপনে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষ জনক হওয়ায়, বগুড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার, সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, সোনাতলা পূজাউৎযাপন পরিষদের সভাপতি ও মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন।