সোনাতলায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে রিসার্চ অ্যান্ড এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের কম্বল বিতরণ
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ রোববার দুপুরে সোনাতলা রাম নারায়ন বিহানী কেন্দ্রীয় পুজা মন্দিরে রিসার্চ অ্যান্ড এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশন বগুড়া ও ইউনাইটেড হিন্দু সোসাইটির উদ্যোগে শীতার্ত সনাতন ধর্মাবলম্বীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন সোনাতলা পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রাজ্জাক, প্যানেল মেয়র তাহেরুল ইসলাম, কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, সাব ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক, মাইনরেটি ওয়াচ বগুড়া জেলা শাখার সভাপতি বিকাশ চন্দ্র কর্মকার, জেলা শাখার সদস্য সজল রায়, মন্দির কমিটির নিতাই সাহা ও সুশীল সাহা প্রমূখ।