সোনাতলায় সাউন্ড বক্স বাজানো কে কেন্দ্র করে মারপিট আহত ৬

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:01 AM, 13 March 2017

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ গত শনিবার রাতে সোনাতলা পৌরসভার ৫নং ওয়ার্ড লাহিড়ীপাড়া গ্রামের পিকনিক উপলক্ষ্যে সাউন্ড বক্স বাজানো কে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। সরেজমিনে গিয়ে প্রত্যক্ষ্যদর্শি সুত্রে জানা যায় ঐ এলাকার মৃত আয়েজ উদ্দিন এর ছেলে বেলাল হোসেন সহ বেশ কয়েকজন রংপুরের স্বপ্নপূরিতে পিকনিক করার উদ্যেশ্যে বাড়ির পার্শ্বে আলামিনের মুদি দোকানের সামনে সাউন্ড বক্সে গান বাজাচ্ছিল। এসময় একই এলাকার শাহ আলমের ছেলে শাহিন অসুস্থ থাকায় তার ছোট ভাই বিপুল বেলালদের গান বাজাতে নিষেধ করে। এঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এতে বেলাল, সাবু, জোসনা বেগম ও প্রতিপক্ষের শাহ আলম, বিপুল, শাহিন গুরুতর আহত হয়। আহতেদের মধ্যে গুরুতর আহত বেলালকে রাতেই সোনাতলা হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে রাতেই বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরণ করে। প্রতিপক্ষের শাহিনের স্ত্রী জানায়, ঘটনায় আমার স্বামী ও দেবর বিপুল ও শশুর শাহ আলমকে আহত অবস্থায় চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হয়েছে। এঘটনায় এ রিপোর্ট লেখা অবধি উভয় পক্ষের মামলার প্রস্তুতি চলছিল।

আপনার মতামত লিখুন :