সোনাতলায় স্কুল থেকে তুলে নিয়ে গিয়ে এক ছাত্রকে মারপিট
ষ্টাফ রির্পোটার আব্দুর রাজ্জাকঃ বগুড়ার
সোনাতলায় নবম শ্রেণির ছাত্র শ্রী সৌরভ (১৪)
কে স্কুল থেকে তুলে নিয়ে গিয়ে মারপিট করার
অভিযোগ উঠেছে। গত রবিবার (২৬ মে) সকাল
১০টায় সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা
ঘটে। সৌরভ উপজেলার দিগদাউর ইউনিয়নের
চারালকান্দি গ্রামের শ্রী চঞ্চলের পুত্র। চঞ্চল ওই
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য। আহত
পরিবার সুত্রে জানাগেছে, ওই বিদ্যালয় এলাকার
কতিপয় উশৃঙ্খল যুবক ওই সৌরভকে নানা
অজুহাতে উস্কানীমূলক কথা বলা বলি করে
আসিতেছিল। ঘটনার সময় তাদের মধ্যে কথা
কাটাকাটি হলে উশৃঙ্খল যুবকেরা সৌরভ কে
জোরকরে মটর সাইকেলে তুলে পার্শ্বে ‘ছ’
মিলে নিয়ে গিয়ে মারপিট করে। তার চিৎকারে
পথচারীরা এগিয়ে গিয়ে সৌরভ কে রক্ষা করে।
সৌরভের বাবা চঞ্চল জানায়, বিষয়টি স্কুলের
প্রধান শিক্ষক বরাবরে অভিযোগ জানানো
হয়েছে।