সোনাতলায় হাসপাতালে অসুস্থ রোগীদের পাশে সাহাদারা মান্নান
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ রোববার সকালে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ রোগীদের পাশে গিয়ে তাদের খোঁজ-খবর নিলেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নানের সহধর্মীনী ও সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান শিল্পী। তিনি রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং রোগীদের মাঝে পথ্য ও নগদ অর্থ বিতরন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, আওয়ামী লীগ নেতা ও সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী শাহিদুল বারী খান রব্বানী, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রবিউল খান, আওয়ামী লীগ নেতা জাহেদুর রহমান, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন প্রমূখ।