সোনাতলায় হিন্দু ধর্মলম্বী পশ্চিমা সম্প্রদায়ের সূর্য পুজা অনুষ্ঠিত
সংবাদ আজকালঃ গতকাল সন্ধায় সূর্যঅস্ত যাওয়ার পূর্ব মহুর্ত্তে ও আজ সকালে সুর্য উঠার আগে সোনাতলা রেল ষ্টেশন এলাকার ছামছুলের পুকুর ঘাটে সূর্য পুজা করে সোনাতলা পৌর এলাকার বসবাসরত হিন্দু ধর্মালম্বীদের পশ্চিমা সম্প্রদায়।
সকালে সূর্য উঠার আগে থেকে সূর্য উঠা পর্যন্ত কোমর পানিতে ভিজে দু হাত পূর্ব দিকে করে আরাধনা করে।