সোনাতলায় ১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার ॥ স্বামী-স্ত্রীসহ আটক ৪
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া সোনাতলার শালিখা গ্রাম থেকে ১৪
বোতল ফেন্সিডিলসহ ৪জন আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে থানার
পুলিশ গোপন সংবাদে অভিজান চালিয়ে তাদেরকে ওই গ্রামের উত্তর পাশে রাস্তা
থেকে আটক করে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। আটককৃতরা হলেন
উপজেলার চরবিশ্বনাথপুর গ্রামের ফনি আকন্দের ছেলে সাইফুল (৩৯), শালিখা
গ্রামের মৃত: নবেজ আলী বেপারির ছেলে কপিল উদ্দিন (৫১), দিনাজপুর জেলার
হাকিমপুর থানার হরেকৃষ্ণপুর গ্রামের মৃত: মহসিন আলীর ছেলে ও ছেলের স্ত্রীযথাক্রমে শামিম হোসেন (৪৩) ও যমুনা বেগম (২৫)। আটককৃতদেরকে আদালতে
প্রেরণ করা হয়েছে।