সোনাতলায় ১৬৮টি পুরা গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী ছাবিনা আটক

সংবাদ আজকাল ডেস্কঃ গতকাল সোমবার সকালে বগুড়া সোনাতলা পৌরসভার ১নং ওয়ার্ড রেলওয়ে ষ্টেশন রোড হরিজন পাড়া এলাকা থেকে ফেরদৌস আলম বাবুর ২য় স্ত্রী মাদক সম্রাজ্ঞী ছাবিনা বেগমের সয়ন ঘর থেকে ১৬৮ পুরাগাাঁজা আটক করেছে বগুড়া জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন ও জেলা পুলিশের যৌথ বাহিনী। বগুড়া জেলা সাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসের ইনর্চাজ শাহ্ জালার খান জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে রেল ষ্টেশন এলাকার মাদক স¤্রাজ্ঞী ছাবিনা বাড়িতে অভিযান চালিয়ে ১৬৮ পুরা গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করেছি। যার আনুমানিক ওজন সাড়ে পাঁচশত গ্রাম,আটক কৃত বাজার মুল্য প্রায় ১৭০০০হাজার টাকা। গ্রেফতার কৃত ছাবিনার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। এ রিপোট লেখা অবধি ছাবিনা সোনাতলা থানা পুলিশের হেফাজতে রয়েছে