সোনাতলায় ৪টি চোরাই গরু উদ্ধার

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:46 PM, 14 October 2017

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ শক্রবার রাতে বগুড়া সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের উত্তর আটকড়িয়া গ্রামের জনৈক মতিয়ার রহমানের কলাবাগান থেকে গোপন সংবাদের ভিক্তিতে সোনাতলা থানার এসআই সোহেলসহ সর্ঙ্গীয় ফোসসহ রাতে অভিযান চালিয়ে দুইটি বিদেশী জাতের গরু ও পরে শনিবার সকালে ওই স্থানের মাত্র ১৫০ গজ দুরে থেকে আরো দুইটি দেশী গরু উদ্ধার করে থানায় নিয়ে আসে। এব্যাপারে এসআই সোহেলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রাতে গোপন সংবাদের ভিক্তিতে ঘটনাস্থলে গিয়ে গরু গুলি উদ্ধার করি। গরুর মালিক হিসেবে একজন দাবি করছে উপযুক্ত প্রমান ও তদন্ত করে প্রকৃত মালিক কে ফিরিয়ে দেওয়া হবে।

আপনার মতামত লিখুন :