সোনাতলায় ৫ম কাব ক্যাম্পুরীর ফায়ার ক্যাম্প অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:17 PM, 16 February 2016

সোনাতলা(বগুড়া) প্রতিনিধিঃ সোমবার রাতে সোনাতলার বালুয়াহাট উচ্চ বিদ্যালয় মাঠে ৫ম কাব ক্যাম্পুরীর ফায়ার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রফেসর রফিকুল আলম বকুলের সভাপতিত্বে ফায়ার ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ারিং উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মীনী সাদিয়া হাবিব,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব,বালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ মন্ডল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সহকারী প্রধান শিক্ষক এমদাদুল হক, সায়েদ আলী,আব্দুল হান্নান ও শেখ বাদশা মিয়া।

আপনার মতামত লিখুন :