সোনাতলা উপজেলা চেয়ারম্যানের সাথে আলোর প্রদীপ সংগঠনের শুভেচ্ছা বিনিময়
সাজেদুর আবেদিন শান্তঃ
আলোর প্রদীপ সংগঠনের পক্ষ থেকে সোনাতলা উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মিনহাদুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা ও প্রীতি উপহার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সোনাতলা উপজেলা চেয়ারম্যান এর কার্যালয়ে সংগঠনের চেয়ারম্যান এম এম মেহেরুল এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল নব নির্বাচিত চেয়ারম্যানের সাথে সৌজন্য স্বাক্ষাত করতে যায়। এসময় প্রতিনিধিদলে উপস্থিত ছিলো সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম আহসান কবির,তথ্য,প্রচার ও গণসংযোগ বিষয়ক সম্পাদক এস এম সামিউল ইসলাম,হিসাবরক্ষক মোঃ মেহেদী হাসান। নব নির্বাচিত চেয়ারম্যানের নিকট আলোর প্রদীপ পরিবার নিরক্ষর ও মাদকমুক্ত একটি আলোকিত উপজেলা গঠনের প্রত্যাশা ব্যক্ত করার পাশাপাশি সংগঠনের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত ও সার্বিক সহযোগিতার প্রত্যাশা পুনঃব্যক্ত করে। এসময় উপজেলা চেয়ারম্যানও সার্বিক সহযোগিতার বিষয়ে সংগঠনের চেয়ারম্যানকে আশ্বস্ত করেন।