সোনাতলা কেন্দ্রীয় দোকান মালিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী লীটনের মতবিনিময়

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:24 PM, 07 March 2019

সংবাদ আজকাল,
স্টাফ রির্পোটার আব্দুর রাজ্জাকঃ বগুাড়া সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী এ্যাড মিনহাদুজ্জামান লীটন তার নির্বাচনী প্রচার প্রচারনায় বৃহস্পতিবার রাত ৮টায় সোনাতলা কেন্দ্রীয় দোকান মালিক সমিতির সদস্যেদর সাথে মত বিনিময় করেছেন। কেন্দ্রীয় দোকান মালিক সমিতি ও বণিক সমিতির সভাপতি পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুর সভাপতিত্বে মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর প্যানেল মেয়র তাহেরুল ইসলাম তাহের, বাজার মালিক সমিতির সভাপতি জুলফিকার হায়দার দারা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, সদর ইউপি সদস্য নাজিমউদ্দি লাজু, অনুষ্ঠান পরিচালনা করেন, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আছালত জামান পলাশ।

আপনার মতামত লিখুন :