সোনাতলা থিয়েটারের সদস্য মোমিনের পিতার মৃত্যুতে শোক প্রকাশ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:21 PM, 12 August 2016

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ দুর্জয় সাহিত্য গোষ্ঠী ও সোনাতলা থিয়েটারের সদস্য মোশারফ হোসেন মোমিনের পিতা বজলুর রহমান (৬৫) শুক্রবার ভোরে তাঁর খানপাড়াস্থ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী , দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা জানাজা শেষে তাঁকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। দুর্জয় সাহিত্য গোষ্ঠী ও সোনাতলা থিয়েটারের সদস্য মোশারফ হোসেন মোমিনের পিতা ব্যবসায়ী বজলুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সভাপতি প্রভাষক ইকবাল কবির লেমন, সাধারন সম্পাদক তাহেরুল ইসলাম উজ্জ্বল, সোনাতলা থিয়েটারের সভাপতি পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, সাধারন সম্পাদক শিমন আহম্মেদ বাদল, সাবেক সাধারন সম্পাদক রমজান আলী নুরুন্নবী, সুলতান মাহমুদ পলাশ, ভোর হলো’র সভাপতি শাহাদৎজামান শাহীন ও সঙ্গীত শিল্পী মাহমুদুল হাসান প্রিন্স প্রমূখ।

আপনার মতামত লিখুন :