সোনাতলা পৌর এলাকার ঘোড়াপীর হতে ভেমটি ব্রীজ পর্যন্ত রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ সোনাতলার পৌর এলাকার বহু আকাঙ্খিত ঘোড়াপীর থেকে ভেমটি ব্রীজ পর্যন্ত রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সোনাতলা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার হাবিবুর রহমান এ কার্পেটিং কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র তাজুল ইসলাম,কাউন্সিলর আবু নাছের ওয়াহেদ নবেল, তাহেরুল ইসলাম, মশিউর রহমান রানা, রবিউল খান, আজিজার রহমান , পৌরসভার সহকারী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, ঠিকাদারী প্রতিষ্ঠান ফাইভ স্টারের ঠিকাদার আহসানুল হাবীব রাজা, ঠিকাদারী প্রতিষ্ঠান কবির এন্টারপ্রাইজের ঠিকাদার অধ্যক্ষ আহসান কবির। উলেখ্য, ৩১ লাখ ৪১ হাজার ৮ শ ৬৩ টাকা ব্যায়ে এ কাজটি তত্ত¡াবধান করছে সোনাতলা পৌরসভা।