সোনাতলা পৌর মেয়র অসুস্থতার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও বিভিন্ন সংগঠনের বিবৃতি

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:09 PM, 17 September 2016

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলার পৌরসভার নব নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম নান্নু গত ১৫/০৯/২০১৬ইং তারিখে শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে বগুড়া শজিমেক হাসপাতালে কার্ডিওলজি বিভাগে আইসিতে চিকিৎসাধীন রয়েছে। তার রোগ মুক্তি সুস্থতা কামনা করে গতকাল ঘোড়াপীর মসজিদে সোনাতলা দোকান মালিক সমিতির আয়োজনে বাদ মাগরিব দোয়া মহিফিল অনুষ্ঠিত হয়েছে। এদিকে তার অসুস্থতার সুস্থ কামনা করে বিবৃতি দিয়েছেন, সোনাতলা জে এ গুডম্যর্নিং কেজি স্কুলের প্রধান শিক্ষক নুরুল আমিন আনিছুর, কেন্দ্র দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আছালত জামান পলাশ, সংবাদ আজকাল অনলাইন পত্রিকার বার্তা সম্পাদক সাংবাদিক জাহিনুর ইসলাম, সোনাতলা বণিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল আকন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :