সোনাতলা প্রেসক্লাবের নতুন কমিটি কাজল সভাপতি লেমন সাধারন সম্পাদক

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বুধবার বিকেলে সোনাতলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে প্রেসক্লাব কার্যালয়ে এক বিশেষ সভা সাংবাদিক শামীম হোসেন সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল ( দৈনিক ভোরের দর্পণ ও দৈনিক মুক্ত সকাল) কে সভাপতি, বদিউদ-জ্জামান মুকুল (দৈনিক করতোয়া), আবু হেলাল (দৈনিক কালের খবর) কে সহ-সভাপতি, প্রভাষক ইকবাল কবির লেমন ( দৈনিক যুগান্তর, দৈনিক উত্তরের খবর ও বগুড়া বার্তা ২৪.কম) কে সাধারন সম্পাদক, জাহিনুর ইসলাম ( দৈনিক আজকালের খবর ও সংবাদ আজকাল.কম) কে যুগ্ম সম্পাদক, রিমন আহম্মেদ বিকাশ ( দৈনিক মুক্তজমিন) কে সাংগঠনিক সম্পাদক, শামীম হোসেন সুজন ( দৈনিক প্রভাতের আলো) কে প্রচার সম্পাদক, হারুনুর রশীদ ( বিজয় বাংলা) কে দপ্তর সম্পাদক,ও প্রভাষক রবিউল ইসলাম সাজু (সংবাদ আজকাল.কম) এবং শহিদুল ইসলাম শাহীন ( দৈনিক সকলের খবর ) কে সদস্য করে ১০ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়।