সোনাতলা বন্যাকবলিত মানুষের মাঝে শুকনা খাবার ও চাল বিতরণ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:46 PM, 14 July 2019

সংবাদ আজকাল ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিপাতে যমুনা ও
বাঙ্গালী নদী পানি বৃদ্ধি পাওয়ায়, বগুড়ার সোনাতলা উপজেলার ২টি
ইউনিয়নের নিম্ন অঞ্চলগুলি বন্যায় কবলিত হয়েছে। এ দুটি ইউনিয়নে
প্রায় ৪০টি গ্রামের ১৬ হাজার মানুষ পানি বন্ধি হয়ে পড়েছে। এ সকল
বন্যার্ত মানুষের মাঝে গতকাল নৌকা যোগে শুকনা খাবার ও চাল বিতরণ
করেন, উপজেলা নির্বাহী অফিসার শফিকুর আলম। এ সময় তার সাথে
ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসি
রুম্পা, তেকানী চুকাইনগর ইউনিয়ন চেয়ারম্যান শামসুল হক মাস্টার,
পাকুল্লা ইউনিয়ন চেয়ারম্যান জুলফিকার আলী শান্ত ও উপজেলা প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, তেকানী চুকাইনগর ইউনিয়ন
আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম মন্ডল। শুকনা খাবার হিসেবে
পাকুল্লা ইউনিয়নে ২শত জন ও তেকানী চুকাইনগর ইউনিয়নে ৩শত
জনের মাঝে চিড়া, গুড়, মুড়ি, ম্যাচ, মোমবাতি ইত্যাদি। এবং পাকুল্লা
ইউনিয়নে বন্যা কবলিত মানুষের মাঝে ৩ মেট্টিকটন ও দেকানী
চুকাইনগরে ৫শ ২৪ কেজি জিআর চাল বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :